🤳রবিন নতুন হোটেল করেছে। হোটেলের নাম কী দেওয়া যায় তা নিয়ে স্ত্রী, বাবা-মা, শ্বশুর-শাশুড়ির নানা জল্পনা-কল্পনা। অবশেষে হোটেলের নাম দিলো ‘মা হোটেল’।
তারপর নিজের মাকে গিয়ে বলল—
রবিন : মা, তোমার জন্যই হোটেলের নামকরণ করলাম।
তারপর শাশুড়িকে গিয়ে বলল—
রবিন : আমাদের দু’জনের ইচ্ছায় আপনার জন্য হোটেলের এই নাম দিলাম।
তারপর স্ত্রীকে গিয়ে বলল—
রবিন : ছেলে-মেয়েরা খুব করে চাইল, তাই তোমার নামেই হোটেলের নাম দিলাম।
🤳দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে…
প্রথমজন আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিলো!!
প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ বানান কর।
প্রথম জনঃ DOG.
প্রশ্নকর্তাঃ সাবাস।
এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই হিপোপটমাস বানান কর।
দ্বিতীয় জনঃ এটা তো পারি না।
প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ। ওর চাকরি হয়া গেছে।
দ্বিতীয় জনঃ মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন।
প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?
প্রথম জনঃ ৩০ লক্ষ।
প্রশ্নকর্তাঃ সাবাস।…..
এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই
ওই ৩০লক্ষ মানুষের নাম বল।
দ্বিতীয় জন বেহুশ!!
★🤳চাকরীর ইন্টারভিউ চলছে …
বস, “আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা রুল ফলো করি।”
সান্টা সিং, “কি কি স্যার?”
বস, “আমাদের দ্বিতীয় রুল হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এ জুতোর তলা মুছে এসেছেন?”
সান্টা সিং, “হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার!”
বস, “আমাদের প্রথম রুল হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোন ম্যাট ছিলোই না! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না। আর চাকরীর ব্যাপারটাও ভুলে যান!”
🤳★*ছেলেঃ আমি আপনাকে প্রপোজ
করতে চাচ্ছি...!!
.
মেয়েঃ আপনি কি স্টুডেন্ট?
.
ছেলেঃ হুম আমি স্টুডেন্ট। প্রপোজ
করি?
.
মেয়েঃ লেখা পড়ার পাশাপাশি
আর কিছু করেন?
.
ছেলেঃ একটা জব করি। এখন প্রপোজ
করি?
.
মেয়েঃ আপনার বেতন কত?
.
ছেলেঃ ১৮০০০/ ২০০০০ এর মত।
প্রপোজ
করবো?
.
মেয়েঃ বাড়িতে কে কে আছে?
.
ছেলেঃ মা, আমি আর ছোট একটা
ভাই। এবার প্রপোজ করি?
.
মেয়েঃ আপনার বাবা নেই?
.
ছেলেঃ বাবা দেশের বাইরে
থাকে। প্রপোজ করি?
.
মেয়েঃ বাবা কোন দেশে থাকে?
.
ছেলেঃ ইউরোপ থাকে। মা
কলেজের টিচার। ছোট ভাই ইন্টারে
পড়ে। এবার তো প্রপোজ করি?
.
মেয়েঃ আমি বুঝতে পেরেছি তুমি
আমাকে কি বলতে চাচ্ছো ওকে
জান
এখন তুমি আমাকে প্রপোজ করতে
পারো
.
ছেলেঃ আমার কোন বোন নেই। আজ
তো প্রপোজ ডে তাই আপনি যদি
রাজি থাকেন তাহলে আমি
আপনাকে আমার বড় বোন বানাতে
চাই। প্লিজ আপু আমাকে ফিরিয়ে
দিয়েন না প্লিজ।
🤳বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!
funny jokes
funny jokes in english
afunny jokes pic bangla
funny jokes funny status bangla
Qfunny jokes bangla 2021
Post a Comment