ইসলামিক ফেসবুক পোস্ট


আসসালামুআলাইকুওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,ইসলামিক ছোট স্ট্যাটাস, বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে কিছু ছোট ইসলামিক স্ট্যাটাস শেয়ার করবো আশা করি কিছুটা হলেও আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ।



 Top 30 islamic facebook status bangla


হে আল্লাহ আমরা তওবা করছি

আমাদেরকে ক্ষমা করুন।

                                  আমিন



মহিলাদের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ 

তার গৃহের ভিতরের কক্ষ।


         (হযরত মুহাম্মদ সঃ)



পর্দা করতে শক্তি লাগে,

তবে সেটা দৈহিক শক্তি নয়! 

ঈমানি শক্তি 


ধৈয্য মানুষকে উন্নত করে।

     আর

মিথ্যা মানুষকে ধ্বংস করে



রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়,

হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়,

আর, মিথ্যা মানুষের হায়েত কমিয়ে দেয়।


                _বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)


শেষ রাতের ঘুম

যেমন মানুষের কাছে বেশি প্রিয়। 

শেষ রাতের ইবাদত ও আল্লাহ কাছে

বেশি প্রিয়

              _ বায়েজিদ বোস্তামি (রাঃ)



রিলেশন করলে নামাযের 


        সাথে করুন।


ইনশাআল্লাহ কোনদিও ঠকবেন না



সুন্দর মেয়েরা সবসময় সুন্দর হয় না


কিন্ত,নামাজ পড়ুয়া মেয়েগুলো সবসময় সুন্দরি হয়



হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।


আমার জন্য আমার 


আল্লাহ্ই যথেষ্ট।



নিয়মিত নামাজ মানুষের 


রিজিক বৃদ্ধি করে।


                     _ আলহামদুলিল্লাহ 


জ্ঞানী ব্যক্তি আগে চিন্ত করে পরে কথা বলে,


বোকা ব্যাক্তি আগে কথা বলে পরে চিন্ত করে।


    _হযরত আলি




ইসলাম একমাত্র ধর্ম।


যেখানে হাসলে সওয়ার,


কাঁদলে গুনাহ্ মাফ।


     _সুবহানআল্লাহ



মা এতটাই দামি।


আল্লাহ তায়ালা জান্নাত কেও


মায়ের নিচে রেখেছন।


                  _সুবহানআল্লাহ



আল্লাহ হুমা ইল্লী আস-আলুকাল আফিয়াহ।


হে আল্লাহ তোমার কাছে আসি নিরাপত্তা


ও সুস্থতা কামনা করছি।


              (তিরমিজি: ৩৫১৪)



facebook status bangla

facebook status bangla attitude

 facebook status bangla 2020

fb status bangla about life

love status bangla 2020

facebook status bangla 2021

afacebook status bangla kobita

fb status, bangla funny

facebook status bangla love




দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন।


                   -হযরত মুহাম্মদ (সঃ)




I wish


আমিও একদিন হজ্ব করবো।


নবীজির রওজা দেখবো।


    - ইনশাআল্লাহ




সুরা ফাতিহা প্রায়


১০০০রোগের ওষুধ


        - হযরত মুহাম্মদ (সঃ)



-শ্বাস নিচ্ছি _ আলহামদুলিল্লাহ


-ভালো আছি _আলহামদুলিল্লাহ


-বেঁচে আছি_আলহামদুলিল্লাহ



যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে


আর,যৌবনের কালের ইবাদত স্বয়ং


আল্লাহ তায়ালা পছন্দ করে



নামাজ সব সমস্যার সমাধান 

নামাজ সব রোগের প্রধান ওষধ।


নামাজ নিজে পড়ুন।


অন্যকে পড়ার তাগিদ দিন,নামাজই আপনার আসল ইনকাম।


নামাজ বেহেস্তের চাবি।




নিজেকে কখনো


অসুন্দর মনে করবেন না।


কারন আল্লাহর সৃষ্টি, কখনো অসুন্দর হয় না।




আয়াতুল কুরসি।


পড়ে বাড়ি থেকে বের হলে।


৭০ হাজার ফেরেশতা চতুর্দিক থেকে রক্ষা করে।


                    - সুবহানআল্লাহ



সূরা ফাতিহা এতই বরকত যে।


তা নাজিল হওয়ার সময়, শয়তানও কেঁদে ছিলো।




সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ


- যার বেতন হচ্ছে জান্নত।



দুনিয়তে ৪০০০এর বেশি ভাষা,


থাকলেও আজানের ধ্বনি কিন্ত এক।


       -সুবহানআল্লাহ



'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ( সাঃ)'


যে ব্যাক্তি কালেমার দাওয়াত মানুষের


 কাছে পৌছে দিবে,


আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।


- বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)



ঘুম নেই, নামাজ পরো,


মনে শান্তি নেই, কোরআন পড়ো।




তিনটি প্রেমে কোন কষ্ট নাই


- আল্লাহ সাথে!


-রাসুল ( সঃ) এর সাথে!


- মা_বাবার সাথে।



মানুষ আল্লাহর কাছে লক্ষ,কোটি টাকা আশা করে।

অথচ,দেখুন আল্লাহর নামে কিছু দান করার সময় খুচরা টাকাই খোঁজে।



কখনো হতাশ হলে


দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।


হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ।



Post a Comment

Previous Post Next Post